অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট করে জানিয়েছে যে, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে “জাতীয় সংস্কারক” ঘোষণার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তাদের নেই। মঙ্গলবার (১৫ জুলাই) সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সরকারের দৃষ্টিতে এসেছে যে, হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছেন, যেখানে জানতে চাওয়া হয়েছে কেন অধ্যাপক ইউনূসকে “জাতীয় সংস্কারক” ঘোষণা করা হবে না।
সরকার জানিয়েছে, হাইকোর্টের আদেশের অনুলিপি হাতে পাওয়ার পর রুলের জবাব যথাসময়ে দেওয়া হবে। তবে, প্রাথমিকভাবে মনে হচ্ছে যে রিট আবেদনটি এককভাবে কোনো ব্যক্তির পক্ষ থেকে দায়ের করা হয়েছে এবং এতে কী ধরনের আইনি ভিত্তিতে এমন দাবি তোলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়—বিবৃতিতে এমনটিও উল্লেখ করা হয়েছে।
সরকারের বক্তব্যে পুনরায় স্পষ্ট করা হয় যে, ড. ইউনূসকে “জাতীয় সংস্কারক” হিসেবে ঘোষণার কোনো উদ্যোগ বা পরিকল্পনা সরকারের নেই।