দিনাজপুরের ফুলবাড়ীতে গত পাঁচ দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকা কমেছে। ব্যবসায়ীরা জানান, ভারত থেকে কাঁচামরিচ আমদানির খবর এবং স্থানীয়ভাবে দেশি কাঁচামরিচের সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে দাম হ্রাস পেয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) ফুলবাড়ী পৌর শহরের সবজি বাজার ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানে দেশি কাঁচামরিচ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। পাঁচ দিন আগে যেখানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হতো ২৫০ থেকে ২৬০ টাকা দরে, এখন তা নেমে এসেছে ১৯০ থেকে ২০০ টাকায়। অর্থাৎ কেজিপ্রতি দাম কমেছে ৫০ থেকে ৬০ টাকা।
সবজি বিক্রেতা হারুন উর রশীদ ও শাহ জামাল বলেন, কিছুদিন আগে ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দেশি কাঁচামরিচ দিয়েই বাজারের চাহিদা মেটানো হচ্ছিল। সে সময় সরবরাহ ভালো থাকায় দাম স্থির ছিল। তবে মৌসুমের শেষ দিকে হঠাৎ বৈরী আবহাওয়ায় কিছু ব্যবসায়ী মোকামে কাঁচামরিচ মজুত করে রাখায় দাম বেড়ে গিয়েছিল।
তারা আরও জানান, ভারত থেকে আমদানির সম্ভাবনা তৈরি হওয়ার পর মোকাম থেকে মজুতকৃত কাঁচামরিচ বাজারে ছাড়া হচ্ছে, ফলে হাটবাজারে দাম কমতে শুরু করেছে। সরবরাহ বাড়তে থাকলে দাম আরও কমবে বলে আশা করছেন তারা।
একই সময়ে পেঁয়াজের বাজারেও দাম কিছুটা কমেছে। দেশি পেঁয়াজের কেজি প্রতি দাম ৫ টাকা হ্রাস পেয়েছে। আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৪৮ থেকে ৫০ টাকায়, এখন তা নেমে এসেছে ৪৩ থেকে ৪৫ টাকায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী জানান, উপজেলা বাজার মনিটরিং কমিটি নিয়মিত বাজার তদারকি করছে। কোনো ব্যবসায়ী যদি অযৌক্তিকভাবে দাম বাড়ানোর চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।