নতুন নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি রাজনৈতিক দলই নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। এসব দলের আবেদনপত্রে বিভিন্ন তথ্য ও কাগজপত্রে ঘাটতি পাওয়া গেছে বলে জানিয়েছে ইসি।
মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন কমিশন জানিয়েছে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা গেছে, কোনো দলেরই জমা দেওয়া আবেদন নির্ধারিত মানদণ্ড পূরণ করেনি। তাই সংশ্লিষ্ট দলগুলোকে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইসি আরও জানায়, প্রথম ধাপে ৬২টি দলকে ঘাটতি পূরণের জন্য চিঠি পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে বাকি ৮২টি দলকেও একইভাবে চিঠি পাঠানো হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঘাটতি পূরণ না হলে সংশ্লিষ্ট দলের আবেদন বাতিল বলে গণ্য হতে পারে।
এর আগে, নির্বাচন কমিশন গত ২০ এপ্রিল রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে। পরে আবেদনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। ওই সময়ের মধ্যে মোট ১৪৪টি দল নিবন্ধনের জন্য আবেদন করে।
বর্তমানে বাংলাদেশে মোট ৫০টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। নির্বাচন কমিশনের এ উদ্যোগ নতুন রাজনৈতিক দলগুলোর কার্যকর বাছাই ও যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে।