গাজীপুরের ধীরাশ্রম এলাকায় নিখোঁজের পাঁচ দিন পর চার বছর বয়সী শিশু নাবিলা কানিজ নাবার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেলে বাড়ির পেছন থেকে বস্তাটি উদ্ধার করা হয়। বস্তা খুলে দেখা যায়, হাত-মুখ বাঁধা অবস্থায় নাবিলার মরদেহ।
নাবিলার স্বজনরা ও এলাকাবাসী এমন বীভৎস দৃশ্য দেখে শোকে স্তব্ধ হয়ে যান। নিহতের মা খাদিজা বেগম জানান, “গত ৯ জুলাই পাশের বাড়িতে যাওয়ার কথা বলে সে ঘর থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করেছি, সংবাদ ছড়িয়েছি, কিন্তু কোনো খোঁজ পাইনি। এখন মেয়ের নিথর মরদেহ পেলাম।”
ঘটনার দিন বিকেলে নিহতের চাচা কুদ্দুস মিয়া বাড়ির পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় বস্তাটি খুললে বেরিয়ে আসে শিশুটির মরদেহ। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গাজীপুর সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হাত-পা বেঁধে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, দোষীদের শনাক্তে সর্বোচ্চ চেষ্টা করা হবে।”
জানা গেছে, শিশুটির বাবা প্রবাসে থাকেন। মা খাদিজা বেগম দুই কন্যাশিশুকে নিয়ে ধীরাশ্রম এলাকায় বসবাস করতেন। নাবিলা ছিল তাদের প্রথম সন্তান।