৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে প্রতীকী কফিন মিছিল কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। আগামী বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সাইন্সল্যাব মোড় থেকে শুরু হয়ে এই মিছিল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হবে। কর্মসূচির অংশ হিসেবে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়ার আয়োজনও করা হবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী এ তথ্য জানিয়েছেন।
জুলাই ঐক্যের ঘোষিত ৫ দফা দাবি হলো:
১. ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়ন,
২. প্রশাসনিক সংস্কার,
৩. গণমাধ্যম সংস্কার,
৪. সাংস্কৃতিক জাগরণ ও সংস্কার,
৫. রাজনৈতিক দলগুলোর আচরণগত সংস্কার।
সংগঠনটি জানায়, গত রোববার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে অনুষ্ঠিত সম্মেলনে ১০৮টি সংগঠনের প্রতিনিধির উপস্থিতিতে ১৫ জুলাই প্রতীকী কফিন মিছিলের সিদ্ধান্ত হয়। তবে পরে আলোচনার ভিত্তিতে এটি একদিন পিছিয়ে আনা হয় গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে নির্ধারণ করা হয়েছে।
জুলাই ঐক্য সকল রাজনৈতিক মতের নাগরিকদের দলমত নির্বিশেষে কফিন মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।