বরিশাল শহরের হাসপাতাল রোডের অমৃত লাল দে কলেজ এলাকা থেকে শুরু হওয়া এনসিপির পদযাত্রা শেষ হয় ফজলুল হক এভিনিউয়ে, যেখানে অনুষ্ঠিত হয় একটি সংক্ষিপ্ত সমাবেশ। এই পদযাত্রায় নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় নেতারা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।
এর আগে সোমবার রাতে পটুয়াখালী ও বরগুনায় কর্মসূচি শেষ করে বরিশালে পৌঁছান এনসিপি নেতারা। রাতেই তারা চরমোনাই দরবারে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
চরমোনাই দরবারে তাদের স্বাগত জানান ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, সহপ্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরীয়ত উল্লাহসহ অন্যান্য নেতারা। এরপর এনসিপি নেতারা সংগঠনটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় ফয়জুল করীম বলেন, “গত বছরের জুলাইয়ে যখন হাসিনাবিরোধী আন্দোলন তুঙ্গে ছিল, আমরা তখন থেকেই সে আন্দোলনকে সমর্থন করে আসছি এবং এখনো জুলাই চেতনা বহন করি।”
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই পদযাত্রায় আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক এলাকা পরিদর্শন করছি। তারই অংশ হিসেবে আজ আমরা চরমোনাই দরবারে এসেছি মতবিনিময়ের জন্য।”