মধ্যপ্রাচ্যের দুই দেশ সিরিয়া ও লেবাননে একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাত দেখিয়ে দেশটির সুয়াইদা এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
একইসঙ্গে, ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে যে, লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালিতে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, “বেকা অঞ্চলে হিজবুল্লাহর রাদওয়ান ইউনিটের ওপর হামলা চালিয়েছে আইডিএফ।”
এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, লেবাননে চলমান সামরিক অভিযান হিজবুল্লাহর উদ্দেশে একটি কড়া বার্তা। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী কাটজ এক যৌথ বিবৃতিতে সিরিয়ায় হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ড্রুজ জনগণের বিরুদ্ধে সরকারি নিপীড়নের জবাবে সুয়াইদার সরকারি বাহিনী ও অস্ত্রগুদামগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েল ড্রুজদের রক্ষার অজুহাত দেখিয়ে সিরিয়ায় সামরিক উপস্থিতি বাড়িয়ে গোলান হাইটসের বাইরেও নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।
অন্যদিকে, গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। মাত্র একদিন আগেই সেখানে কমপক্ষে ৭৮ জন ফিলিস্তিনি নিহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান হামলায় এখন পর্যন্ত ৫৮,৩৮৬ জন নিহত এবং ১,৩৯,০৭৭ জন আহত হয়েছেন।
এই সামরিক অভিযানগুলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।