Tuesday, July 15, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যতুমি কে আমি কে রাজাকার’—আবার উত্তাল ঢাবি ক্যাম্পাস

তুমি কে আমি কে রাজাকার’—আবার উত্তাল ঢাবি ক্যাম্পাস

কোটা সংস্কার আন্দোলনের গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত ১৪ জুলাই স্মরণে আবারও উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (১৪ জুলাই) রাতে শত শত শিক্ষার্থী মিছিল করে রাজপথে নেমে আসেন, মুখে ছিল পরিচিত স্লোগান: “তুমি কে, আমি কে—রাজাকার, রাজাকার!”

২০২৪ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে মন্তব্য ঘিরে সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। একজন সাংবাদিক তার বক্তব্যে বলেন, “আমার সামনে যদি দুটি সমান মেধাবী প্রার্থী থাকে—একজন মুক্তিযোদ্ধার সন্তান, অন্যজন রাজাকারের সন্তান—তবে আমি মুক্তিযোদ্ধার সন্তানকেই চাকরি দেব।” এতে প্রধানমন্ত্রী উচ্চকণ্ঠে সমর্থন জানিয়ে বলেন, “অবশ্যই।” এরপর আরও বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, “মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা কি মেধাবী নয়? তাহলে কি রাজাকারের বংশধররাই কেবল মেধাবী?”

প্রধানমন্ত্রীর এই মন্তব্য দ্রুতই ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। কোটাবিরোধী আন্দোলন, যা তখন আদালত ও প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় ছিল, হঠাৎই নতুন উত্তেজনায় পুনরায় দানা বাঁধে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আন্দোলনকারী শিক্ষার্থীরা একত্রিত হন। ছাত্রলীগের বাধা সত্ত্বেও তারা টিএসসিতে জড়ো হয়ে ‘চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’সহ নানা স্লোগানে ক্যাম্পাস মুখর করে তোলেন।

এই ঘটনাকে কোটাবিরোধী আন্দোলনের টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হয়। এরপর আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। সরকার ও ক্ষমতাসীন দলের দমন-পীড়নের মুখে ছাত্ররাও প্রতিরোধ গড়ে তোলেন, যা ধীরে ধীরে আরও তীব্র হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments