আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর হামলার বিরুদ্ধে দেশব্যাপী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর ‘আওয়ামী জঙ্গিরা’ গুলি ও বিস্ফোরণ চালিয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আখতার হোসেন বলেন, “গোপালগঞ্জে আমাদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে আওয়ামী লীগের জঙ্গিরা। গুলি, বিস্ফোরণ—সব চলছে। এখনই সারা দেশে প্রতিরোধ গড়ে তুলুন।”
প্রসঙ্গত, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতারা ফেরার সময় গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় তাদের গাড়িবহরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে সড়ক অবরোধ করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষের একপর্যায়ে এনসিপির নেতাকর্মীরা নিরাপত্তা বাহিনীর সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার সময় গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়, ফলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।