গোপালগঞ্জকে ‘ফ্যাসিস্টের কব্জা’ থেকে মুক্ত করতে দেশজুড়ে প্রস্তুতি নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম।
বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “গোপালগঞ্জকে আমরা দিল্লির কাছে ইজারা দেইনি। আমার সহযোদ্ধাদের ওপর সামান্যতম আঘাত এলে, ইনশাআল্লাহ, বাংলাদেশের জনগণ গোপালগঞ্জকে পতিত ফ্যাসিস্টের কব্জা থেকে মুক্ত করবে।”
তিনি আরও অভিযোগ করেন, পুলিশ প্রশাসন ও যৌথবাহিনীর তৎপরতা আশানুরূপ নয়। দেশের জনগণকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।