জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, মধুমতির তীরে গড়ে ওঠা গোপালগঞ্জ শুধু একটি জেলা নয়, এটি গোটা বাংলাদেশের প্রতীক। একসময় যেমন বগুড়া ও কুমিল্লার মতো জেলাগুলোর দলীয়করণ করা হয়েছে, তেমনি গোপালগঞ্জকেও রাজনীতির একটি প্রতীকী কেন্দ্রে পরিণত করা হয়েছে। কিন্তু আমরা সেই পুরনো রাজনীতির ধারায় ফিরতে চাই না — যে রাজনীতি মানুষকে বঞ্চনার দিকে ঠেলে দেয়।
বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,
“অনেকেই আমাদেরকে স্বাধীনতার বিরোধী হিসেবে উপস্থাপন করতে চান। অথচ, ’৪৭, ’৭১ কিংবা আজকের ২০২৪—সব সময়েই এই অঞ্চলের মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ইতিহাসের প্রতিটি বাঁকে আমাদের সংগ্রাম চলেছে সাম্যের জন্য, ন্যায়ের জন্য। বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।”
তাসনিম জারা আরও বলেন,
“বাংলাদেশ কোনো ব্যক্তি, পরিবার কিংবা কোটিপতির সম্পত্তি নয়। কেউ আর এ দেশকে কিনে নিতে পারবে না। একক স্বার্থে আর বাংলাদেশ বিক্রি হবে না। বাংলাদেশ হবে সকল মানুষের — একটি ন্যায়ের রাষ্ট্র।”
এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ সম্পর্কে তিনি জানান,
“আমাদের এই কর্মসূচি থেকে কোনো জেলা বাদ যাবে না। গোপালগঞ্জও নয়। বরং এখানকার সন্তানরা যেন আর কখনো বৈষম্যের শিকার না হয় — সেটাই আমাদের মূল লক্ষ্য। আমরা গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই পথ সহজ নয়, চ্যালেঞ্জ আছে। কিন্তু যখন জনগণ জাগে, তখনই ইতিহাস বদলায়।”