জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ ঘিরে গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার উলপুর এলাকায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, উলপুর এলাকায় ছাত্রলীগের কর্মীরা একজন পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর করেন এবং পরে তাকে ধাওয়া দেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ পৌর পার্কে একটি পদযাত্রা হওয়ার কথা ছিল। এতে অংশ নিতে দলের কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে যাচ্ছিলেন। এই কর্মসূচি বিভ্রান্ত করতে ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালায়।
তিনি বলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের অনুসারীরা উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে তা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।
উল্লেখ্য, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি জুলাই মাসের শুরু থেকে দেশের বিভিন্ন জেলায় এই পদযাত্রা চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আজ ১৬ জুলাই গোপালগঞ্জে পদযাত্রা করার কথা ছিল দলের।
এর আগেই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেন। একইসঙ্গে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা-সহ অন্যান্য নেতারাও পদযাত্রা সংক্রান্ত বিভিন্ন তথ্য ফেসবুকে প্রকাশ করেন।