Wednesday, July 16, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদগোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতা: পুলিশ-ইউএনওর গাড়িতে হামলা, আটক ৭

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সহিংসতা: পুলিশ-ইউএনওর গাড়িতে হামলা, আটক ৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসব্যাপী পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতা, নাশকতা এবং পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। সদর উপজেলা, কোটালীপাড়া ও গান্ধিয়াশুর এলাকায় সড়কে গাছ ও ইট ফেলে অবরোধের পাশাপাশি ইউএনওর গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান, এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা টহলরত পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রাকিবুল হাসান বলেন, “পদযাত্রার অংশ হিসেবে বুধবার সকালে পৌর পার্ক এলাকায় এনসিপির কর্মসূচি ছিল। কিন্তু তা বানচালের উদ্দেশ্যে গান্ধিয়াশুর এলাকায় টেকের হাট-ঘোনাপাড়া আঞ্চলিক সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। আমরা ঘটনাস্থলে গেলে ইউএনও গাড়ি বহরে হামলা ও ভাঙচুর চালানো হয়।”

নাশকতার অভিযোগে সদর উপজেলার কংশুর এলাকা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই এলাকাতেই তারা সংঘবদ্ধ হয়ে সহিংস কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করছিল।

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ চলাকালীন সহিংসতার এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সতর্কতা জোরদার করা হয়েছে। জেলা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments