‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ধারাবাহিকতায় গোপালগঞ্জে পদযাত্রা শেষে মাদারীপুরের পথে যাত্রা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। চলতি জুলাই মাসের শুরু থেকে এ কর্মসূচি পালিত হয়ে আসছে দেশের বিভিন্ন জেলায়।
এরই অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরে পদযাত্রা করে এনসিপি। পরবর্তীতে দলটির কেন্দ্রীয় নেতারা মাদারীপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক পোস্টে কর্মসূচির ঘোষণা দিয়ে লেখেন,
“বিপ্লবের সহযোদ্ধারা, ধূমকেতুর মতো ছুটে আসুন। গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।”
আরেক পোস্টে তিনি বলেন,
“গোপালগঞ্জের মানুষের অধিকার আমরা নিশ্চিত করব। জেলার নাম দিয়ে আর বৈষম্য চলবে না। এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতেই আমাদের পথচলা।”
সারজিস আরও লেখেন,
“গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি বাংলাদেশের অংশ এবং এখানকার মানুষের অধিকার রক্ষা করাই আমাদের অঙ্গীকার। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সবার অধিকার সমানভাবে প্রতিষ্ঠিত হবে।”
এনসিপির জুলাই পদযাত্রা এর আগে দেশের ঢাকা, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী ও ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ ও মাদারীপুর হয়ে এটি বরিশালের দিকে এগোবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা।