Wednesday, July 16, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিগোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ফেনীতে ছাত্র-জনতার বিক্ষোভ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ফেনীতে ছাত্র-জনতার বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেন, এতে উভয়মুখী লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের প্ল্যাকার্ড ও কণ্ঠে শোনা যাচ্ছে—
আবু সাঈদমুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব দে’, ‘বাংলা কি তোর বাপদাদার?’, ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আবার’, ‘ইনকিলাব জিন্দাবাদ ইত্যাদি প্রতিবাদী স্লোগান।

ফেনী জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক আবদুল্লাহ আল জুবায়ের বলেন,

“গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা চালিয়ে আবারো প্রমাণিত হয়েছে যে, আওয়ামী ফ্যাসিবাদ আতঙ্ক ছড়াতে চায়। তবে আমরা ছাত্র-জনতা ঘরে বসে থাকব না। জুলাইয়ের বিপ্লবীদের দমিয়ে রাখা যাবে না।”

উল্লেখ্য, দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয়। সেই ঘোষণা অনুযায়ী ফেনীতে এই সড়ক অবরোধ করা হয়।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন,

“আন্দোলনকারীরা এখনও সড়কে অবস্থান করছেন। যানচলাচল বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”

প্রসঙ্গত, গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাপ্তির পর ফেরার পথে শহরের লঞ্চঘাট এলাকায় তাদের গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ বেঁধে যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments