Wednesday, July 16, 2025
spot_imgspot_img
Homeজাতীয়দুদকের নতুন সচিব হলেন মোহাম্মদ খালেদ রহীম

দুদকের নতুন সচিব হলেন মোহাম্মদ খালেদ রহীম

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম। বুধবার (১৬ জুলাই) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মোহাম্মদ খালেদ রহীম দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করে আসছেন। নতুন দায়িত্বে তিনি দুর্নীতি দমন কমিশনের নীতিগত ও প্রশাসনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন।

এছাড়া প্রশাসনে আরও একটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এসেছে। গত ১৪ জুলাই জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কানিজ মওলা। তিনি বিদায়ী সচিব মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

দুদকের সচিব পদে খালেদ রহীমের নিয়োগের মধ্য দিয়ে সংস্থাটির প্রশাসনিক কার্যক্রমে নতুন গতির আশা করা হচ্ছে। দুর্নীতিবিরোধী অভিযানে দুদকের কার্যকারিতা এবং স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে নতুন নেতৃত্বের ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সরকারি উচ্চপদে এমন পরিবর্তনগুলো প্রশাসনের কর্মপ্রবাহে নতুন গতি ও দিকনির্দেশনা আনবে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments