বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে নিলামের মাধ্যমে ৩৭৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৫ জুলাই) দেশের ২২টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়। প্রতি ডলারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২১.৫০ টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে। কেনা ডলারগুলো আজ (বুধবার) রিজার্ভে যোগ হবে বলে জানান তিনি।
এর আগে গত তিন দিনে আরও দুটি পৃথক নিলামে কেন্দ্রীয় ব্যাংক ১১১ মিলিয়ন ডলার কিনেছিল। অর্থাৎ, সর্বশেষ তিনদিনে বাংলাদেশ ব্যাংক মোট ৪৮৪ মিলিয়ন ডলার কিনেছে।
বিশ্লেষকরা বলছেন, ডলার বাজারে স্থিতিশীলতা আনতে এবং আমদানি ব্যয়ের যোগান নিশ্চিতে এই ধরনের ডলার ক্রয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে, বাজারে অতিরিক্ত টাকার প্রবাহ নিয়ন্ত্রণেও এটি সহায়ক হবে।
বাংলাদেশ ব্যাংক গত কয়েক মাসে রপ্তানি ও রেমিট্যান্স আয়ে ইতিবাচক প্রবৃদ্ধির প্রেক্ষাপটে পুনরায় রিজার্ভ বৃদ্ধির কৌশল হিসেবে ডলার কেনা শুরু করেছে। এভাবে রিজার্ভ বাড়ানো হলে আগামীতে আমদানি ব্যয় মেটানো ও টাকার মান স্থিতিশীল রাখতে সহায়তা মিলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।