বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, যারা দেশে বিভেদ ও বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের দেশকে ভালোবাসতে শিখতে হবে। তিনি বলেন, “যদি কেউ সত্যিকার অর্থে বাংলাদেশের আদর্শে ও জাতীয়তাবাদে বিশ্বাস করে, তাহলে তারা বিভেদের রাজনীতি করবে না। যারা বিভেদ সৃষ্টি করছে, তাদের প্রতি আহ্বান—দেশ ও দেশের মানুষকে ভালোবাসুন। তখন আর কোনো কোন্দল থাকবে না।”
বুধবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক অপপ্রচার’ ও ‘মিথ্যাচার’ এর প্রতিবাদে এ সভার আয়োজন করে বিএনপি।
মঈন খান বলেন, “গত ১৫ বছর ধরে বিএনপি যে সংগ্রাম চালিয়ে আসছে, তার চূড়ান্ত রূপ আমরা ২০২৪ সালের জুলাইয়ে দেখেছি। ছাত্রদের স্ফুলিঙ্গই স্বৈরাচারকে পিছু হটতে বাধ্য করেছে।” তিনি মনে করেন, এই অর্জন ব্যক্তিগত নয়, বরং ১৮ কোটি মানুষের সম্মিলিত বিজয়।
তিনি বলেন, “বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে জাতীয় আদর্শ, গণতন্ত্র ও অর্থনৈতিক সাম্য নিয়ে বিভেদ সৃষ্টি করা উচিত নয়।”
তিনি আরো বলেন, “অনেকে কটু কথা বলে অন্যের ওপর দোষ চাপিয়ে দেয়। এসব অপপ্রচার থেকে বেরিয়ে এসে আমাদের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথে এগোতে হবে।”
সভায় বিএনপি নেতারা বলেন, ২০২৪ সালের বিজয়কে দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে, এবং গত এক বছরে কী অর্জিত হয়েছে, তার বিশ্লেষণ করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফত প্রমুখ।