Wednesday, July 16, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিরিকশা চালককে মারধরের অভিযোগে বিএনপি নেতা মশিউর বহিষ্কার

রিকশা চালককে মারধরের অভিযোগে বিএনপি নেতা মশিউর বহিষ্কার

রিকশাচালককে মারধরের অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় পদ হারিয়েছেন বিএনপি নেতা গাজী রাশেদুজ্জামান মশিউর। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুইজন রিকশাচালকের ওপর শারীরিক নির্যাতন ও দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় মশিউরের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, তার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে বিএনপির সদস্য পদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গাজী মশিউর উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং এক সময়ের ছাত্রনেতা ছিলেন।

ঘটনার বিষয়ে গণমাধ্যমে মশিউর বলেন, “কয়েকদিন আগে আমি রেল স্টেশনে যাওয়ার জন্য একজন অটোচালককে অনুরোধ করি, সে রাজি না হওয়ায় ধমক দিই। তখন পাশে থাকা এক রিকশাচালক এসে কথা কাটাকাটি শুরু করে এবং আমাকে ধাক্কা দেয়। আমি আত্মরক্ষায় তাকেও ধাক্কা দিই। ঘটনাটি এটুকুই। এরপর দলীয় সিদ্ধান্ত যেটি হয়েছে, আমি তা মেনে নিচ্ছি।”

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে মশিউরের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এলাকায় নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সদ্যপ্রয়াত ছাত্রদল নেতা আনিসুর রহমান স্মৃতি সংসদ আয়োজিত এক স্মরণসভার প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পাশাপাশি, মালঞ্চ এলাকায় দলীয় পরিচয় ব্যবহার করে এক রিকশাচালককে মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই সময় এক ব্যক্তি আহত রিকশাচালককে বাঁচাতে গেলে তাকেও মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments