গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় সশস্ত্র হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে দেশজুড়ে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়—
“গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।“
এতে আরও বলা হয়, দেশের সকল ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানা গেছে, হামলার পর জেলা সার্কিট হাউসে অবস্থান নিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ, হাসনাত, সারজিসসহ আরও অনেকে।