জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে গোপালগঞ্জমুখী পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে নুর লেখেন, “সারা দেশের লীগপন্থী সন্ত্রাসীরা এখন গোপালগঞ্জে জমায়েত হয়েছে। আজকের সমাবেশে এনসিপির ওপর হামলা প্রমাণ করেছে যে ১১ মাস পেরিয়ে গেলেও তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা যায়নি। বরং তারা আরও হিংস্র ও প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে। তাই ফ্যাসিস্ট লীগের বিরুদ্ধে এখন আর কোনো আপসের সুযোগ নেই। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষার জন্য এই ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে।”
তিনি আরও বলেন, “প্রশাসন যদি ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জকে সন্ত্রাসী ও দুর্বৃত্ত লীগের হাত থেকে মুক্ত করতে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমরা ‘ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ’ শুরু করব।”
এছাড়াও, গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আপনারাও আওয়াজ তুলুন, সারাদেশের মানুষ আপনাদের পাশে আছে।”
পরে আরেকটি পোস্টে ভিপি নুর সন্ধ্যা ৭টায় পল্টন থেকে মশাল মিছিলের ঘোষণা দেন, যাতে গোপালগঞ্জের ঘটনায় প্রতিবাদ জানানো হবে বলে উল্লেখ করেন।