Thursday, July 17, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যঅতি-অর্থডক্স শাস পার্টির পদত্যাগে ইসরায়েলি সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর সরকার

অতি-অর্থডক্স শাস পার্টির পদত্যাগে ইসরায়েলি সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর সরকার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের অন্যতম প্রধান জোটসঙ্গী অতি-অর্থডক্স ইহুদি দল শাস পার্টি সরকার থেকে পদত্যাগ করেছে। এর ফলে ইসরায়েলি সংসদ নেসেটে নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।

বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে শাস পার্টি জানায়, ইহুদি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক সামরিক সেবার আইন নিয়ে দীর্ঘমেয়াদি দ্বন্দ্বের কারণেই তারা সরকারের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, ইসরায়েলে সব নাগরিকের জন্য সামরিক সেবা বাধ্যতামূলক হলেও অতি-অর্থডক্স সম্প্রদায় বরাবরই এর বিরোধিতা করে আসছে। তারা ধর্মীয় শিক্ষা ও জীবনযাপন বজায় রাখার যুক্তিতে সামরিক সেবা থেকে অব্যাহতি দাবি করে।

চলতি সপ্তাহের শুরুতেই আরেকটি অতি-অর্থডক্স দল জোট সরকার থেকে সরে দাঁড়ায়। ফলে নেতানিয়াহু এখন কার্যত সংখ্যালঘু সরকার পরিচালনা করতে যাচ্ছেন, যা তার প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে শাস পার্টি জানিয়েছে, তারা সরকারের পতনের পক্ষে কাজ করবে না। বরং নির্দিষ্ট কিছু আইন ও নীতিনির্ধারণে সরকারকে সমর্থন দিতেও পারে।

অন্যদিকে, বিরোধী দলের এক নেতা এক ভিডিও বার্তায় বলেছেন, নেতানিয়াহুর বর্তমান সরকার এখন “অবৈধ সংখ্যালঘু সরকার” হিসেবে পরিণত হয়েছে। তার মতে, এই সরকার গাজা যুদ্ধ বা সৌদি আরব–সিরিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনা পরিচালনা করার মতো কোনও বৈধতা এখন আর রাখে না।

যদিও সরকার এখনই পতনের মুখে নয়, কিন্তু সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে নেতানিয়াহুর জন্য আইন প্রণয়ন ও নীতিনির্ধারণ আরও কঠিন হয়ে উঠবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments