Thursday, July 17, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিগোপালগঞ্জে হামলার প্রতিবাদে জামায়াতের দেশব্যাপী কর্মসূচি"

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জামায়াতের দেশব্যাপী কর্মসূচি”

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, “গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। হামলায় বহু নেতা-কর্মী সাধারণ মানুষ আহত হয়েছেন। এমনকি তাদের গাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনাও ঘটেছে।”

বিবৃতিতে তিনি আরও জানান, হামলাকারীরা শুধু কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপরই নয়, বরং পুলিশ সুপারের কার্যালয়ের দিকেও হামলার অভিযোগ উঠেছে। ছাত্রলীগকে ‘নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করে তিনি হামলাকে ‘ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ’ বলে অভিহিত করেন।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতের পক্ষ থেকে বৃহস্পতিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। গোলাম পরওয়ার বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের সব স্তরের জনশক্তি এবং দেশবাসীকে এগিয়ে আসতে হবে।”

উল্লেখ্য, ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে এনসিপি কয়েকদিন ধরেই মাঠে সক্রিয় ছিল। তবে সেখানে এমন হামলার ঘটনা রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments