Thursday, July 17, 2025
spot_imgspot_img
Homeজাতীয়জাগপার পথসভায় রাশেদ প্রধান: “গোপালগঞ্জকে আবু সাঈদগঞ্জ বানাতে হবে”

জাগপার পথসভায় রাশেদ প্রধান: “গোপালগঞ্জকে আবু সাঈদগঞ্জ বানাতে হবে”

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘আগামীর বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঘোষিত মাসব্যাপী কর্মসূচির ১৬তম দিনে রংপুরে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার (১৬ জুলাই) পায়রা চত্বরে পথসভা শেষে দলটির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “দিল্লির আশ্বাসে ফ্যাসিবাদী আওয়ামী শক্তি এখনো আস্ফালন করে। পুলিশ হত্যার বিচারের কথা বলে নিজেরাই পুলিশের ওপর হামলা করে। আজকের বাংলাদেশ শেখ হাসিনার নয়, এটি এখন মুগ্ধ, ওয়াসিম, আবু সাঈদের। তাই দেশবাসীকে প্রস্তুতি নিতে হবে—গোপালগঞ্জকে ‘আবু সাঈদগঞ্জ’ বানাতে হবে।”

এর আগে জাগপা নেতারা শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেন।

রাশেদ প্রধান আরও বলেন, “আওয়ামী লীগ বারবার গোপালগঞ্জে পুলিশ, ইউএনও ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আবারও প্রমাণ করেছে, তাদের রাজনীতি জনগণের বিরুদ্ধে। আজ শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে আমাদের শপথ হোক—খুনি হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। ভারতের আধিপত্যবাদ রুখে দেওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।”

পথসভায় আরও বক্তব্য দেন জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, শামীম আকতার পাইলট, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, এবং বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments