Monday, July 21, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকআসছে এক শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ: দেখা যাবে তিন মহাদেশে

আসছে এক শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণ: দেখা যাবে তিন মহাদেশে

২০২৭ সালের আগস্ট ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্যপূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এটি হবে ১৯৯১ থেকে ২১১৪ সালের মধ্যে পৃথিবী থেকে দৃশ্যমান দীর্ঘতম গ্রহণ, যার স্থায়িত্ব হবে ছয় মিনিট ২৩ সেকেন্ড। সাধারণত পূর্ণ সূর্যগ্রহণ তিন মিনিটের কম সময় স্থায়ী হলেও এবারের গ্রহণটি সময়ের দিক থেকে এক ব্যতিক্রমী ঘটনা।

গালফ নিউজ স্পেস ডটকম জানায়, এই সূর্যগ্রহণ শুরু হবে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে এবং ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হবে। প্রায় ২৫৮ কিলোমিটার প্রশস্ত এই গ্রহণের ছায়াপথ পড়বে দক্ষিণ ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য পূর্ব আফ্রিকার বিভিন্ন অংশে। এর মধ্যে রয়েছে দক্ষিণ স্পেন, উত্তর মরক্কো, আলজেরিয়া, তিউনিশিয়া, লিবিয়া, মিসর, সুদান, সৌদি আরব, ইয়েমেন সোমালিয়া। শেষ হবে ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে।

বিশেষত মিসরের লুক্সর শহর লিবিয়ার উপকূলীয় অঞ্চলযেখানে আগস্টে আকাশ থাকে পরিষ্কার শুষ্কসেখান থেকেই গ্রহণটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। লুক্সরে ছয় মিনিটেরও বেশি সময় সূর্য ঢেকে যাবে চাঁদের আড়ালে, নেমে আসবে সম্পূর্ণ অন্ধকার।

বিজ্ঞানীরা জানান, গ্রহণের সময় পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরের অবস্থানে থাকবে (অ্যাপেলিয়ন), ফলে সূর্য তুলনামূলকভাবে ছোট দেখাবে। অপরদিকে চাঁদ থাকবে পৃথিবীর সবচেয়ে কাছে থাকা অবস্থানে (পেরিজি), যার ফলে চাঁদ বড় আকারে দৃশ্যমান হবে এবং পুরো সূর্যকে ঢেকে ফেলবে।

এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ জ্যোতির্বিজ্ঞানী, পর্যবেক্ষক মহাকাশপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক সুযোগ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments