বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক বক্তব্যকে উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, এর আগেও নাসির উদ্দিন পাটোয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে উত্তেজনার জন্ম দিয়েছিলেন। চাঁদপুরের একটি সমাবেশকে ঘিরে সেসময় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে, পাটোয়ারী রাত ৩টার সময় সালাহউদ্দিন আহমেদকে ফোন দিয়ে সহায়তা চান। সালাহউদ্দিন দ্রুত স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রাশেদ খান জানান, অতীতে এনসিপির শীর্ষ নেতারা সালাহউদ্দিন আহমেদের বাসায় বৈঠক করেছেন, যেখানে রাজনীতি ও নির্বাচন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এনসিপি নেতাদের সঙ্গে সালাহউদ্দিনের হাস্যোজ্জ্বল আলাপচারিতার ছবিও প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, সালাহউদ্দিন আহমেদ একজন পরিপক্ক, উদার ও মেধাবী রাজনীতিক। তাকে নিয়ে অপমানজনক বক্তব্য শুধু রাজনৈতিক পরিবেশকেই উত্তপ্ত করে না, বরং রাজপথে কর্মীদের প্রতিক্রিয়াও অনিয়ন্ত্রিত করে তোলে।
রাশেদ খান তৃণমূল বিএনপি কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, বড় দল হিসেবে অনেক কিছু হজম করতে হয়। বিভাজন ও উত্তেজনার ফাঁদে পা দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনারাই।
তিনি ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়ে বলেন, “নইলে আবারও ১/১১–এর পুনরাবৃত্তি ঘটবে, তখন আর কারো রক্ষা থাকবে না।”