স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় গণগ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কেবল প্রকৃত অপরাধীদেরই গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২০ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, “গোপালগঞ্জের ঘটনার পেছনে রাজনৈতিক প্রভাব ছিল। তবে বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। কারফিউ তুলে নেওয়া হয়েছে, খুব শিগগিরই ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।”
তিনি বলেন, এবারের হরতালগুলোতে নাশকতার মাত্রা আগের তুলনায় অনেক কম ছিল। আইনশৃঙ্খলা বাহিনী সহনশীলতা ও শৃঙ্খলার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। “গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সবাই মত প্রকাশের অধিকার রাখেন, তবে ভাষা ও আচরণ যেন শালীনতার মধ্যে থাকে,” যোগ করেন উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মিথ্যা প্রচার করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, সত্যিই কথা বলতে হবে। কেউ অন্যায় করলে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে, তবে নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।”
গোপালগঞ্জে শিশুদের গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, “আমার কাছে শিশু গ্রেপ্তারের কোনো তথ্য নেই। আগের মতো গণগ্রেপ্তারের পন্থা আমরা অনুসরণ করছি না।”
তিনি আরও বলেন, দেশে বর্তমানে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে এবং আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।