ক্রিকেটপ্রেমীদের বহুল প্রতীক্ষিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল)–এর ভারত–পাকিস্তান ম্যাচটি শেষপর্যন্ত বাতিল করা হয়েছে। ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণে অনীহার কারণেই ম্যাচটি আয়োজনে অক্ষম হয় কর্তৃপক্ষ।
ডব্লিউসিএল আয়োজক কমিটি এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক বিবৃতিতে জানায়, “পাকিস্তান হকি দলের ভারত সফর এবং সম্প্রতি অনুষ্ঠিত ভারত–পাকিস্তান ভলিবল ম্যাচ আমাদের আশাবাদী করেছিল। আমরা ভেবেছিলাম, একটি প্রীতি ক্রিকেট ম্যাচ দুই দেশের পুরোনো স্মৃতিকে ফিরিয়ে আনবে। তবে অনিচ্ছাকৃতভাবে আমরা অনেকের আবেগে আঘাত দিয়েছি। এজন্য আমরা দুঃখিত। তাই ভারত–পাকিস্তান ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।”
এই সিদ্ধান্তে একদিকে যেমন হতাশ হয়েছেন দুই দেশের ক্রিকেট ভক্তরা, অন্যদিকে অনেকেই এটিকে সময়োপযোগী ও কূটনৈতিকভাবে বিচক্ষণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
ভারতীয় খেলোয়াড়দের ম্যাচে অংশ না নেওয়ার বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কযুক্ত বলেই বিশ্লেষকরা মনে করছেন। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে নানা বিষয়ে সম্পর্কের টানাপোড়েন এর পেছনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে সাবেক তারকাদের অংশগ্রহণে এমন হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হলেও শেষ পর্যন্ত তা আর মাঠে গড়ায়নি।
ডব্লিউসিএল কর্তৃপক্ষের দুঃখপ্রকাশ এবং ভবিষ্যতে এমন উদ্যোগ নেওয়ার ইচ্ছা প্রকাশের মাধ্যমে তারা দুই দেশের ক্রীড়া সম্পর্কের প্রতি সম্মান জানাতে চেয়েছে