সৎ, নীতিবান, পেশাদার ও নেতৃত্বগুণসম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির যোগ্য—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রোববার (২০ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদর নির্বাচনী পর্ষদ–২০২৫–এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত হলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান তাকে স্বাগত জানান।
প্রথম পর্বের এ পদোন্নতি পর্ষদে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির কর্মকর্তারা পরবর্তী পদে পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
প্রধান উপদেষ্টা বলেন, “রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যারা সামরিক জীবনে যোগ্য নেতৃত্ব দেখিয়েছেন, তাদেরই পদোন্নতির জন্য নির্বাচন করতে হবে।” একইসাথে সেনাবাহিনীর জাতীয় দায়িত্ব পালনের প্রশংসা করে তিনি বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি–শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়।”
তিনি সেনা সদস্যদের বেসামরিক প্রশাসনের সহায়তায় নিষ্ঠা ও দায়িত্ববোধের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, “সেনাবাহিনীর ত্যাগ জাতির জন্য গৌরবের।”
বক্তব্যের শুরুতেই তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও যুদ্ধাহতদের স্মরণ করেন। একই সঙ্গে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সেনা সদস্য ও ছাত্র জনতাকে।
পদোন্নতির জন্য প্রার্থীদের সততা, নেতৃত্ব, শৃঙ্খলা, আনুগত্য ও পেশাগত যোগ্যতাকে গুরুত্ব দিতে পর্ষদ সদস্যদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।