দেশ ও জাতির প্রকৃত উন্নয়নের জন্য আগে মানুষের চরিত্র গঠন জরুরি—এমন মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “শুধু দক্ষতা নয়, একজন ভালো মানুষ না হলে কোনো উন্নয়ন টেকসই হয় না। নৈতিক শিক্ষা এবং সৎ চরিত্রের মানুষই দেশকে উপকৃত করতে পারে।”
শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে অনুষ্ঠিত ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন, “শুধু একজন ভালো প্রকৌশলী হওয়াই যথেষ্ট নয়—দেশের জন্য সত্যিকারের অবদান রাখতে হলে আপনাকে হতে হবে সৎ, শৃঙ্খলাবোধসম্পন্ন এবং নৈতিকভাবে গড়ে ওঠা মানুষ। আমরা অনেক দক্ষ প্রকৌশলী, চিকিৎসক, প্রশাসক কিংবা সামরিক কর্মকর্তা তৈরি করলেও, যদি তাদের নৈতিকতা না থাকে, তারা দেশকে উপকার দিতে পারবে না।”
তিনি আরও বলেন, “এই সম্মেলন একটি আন্তঃবিষয়ক সংলাপের সুযোগ দিয়েছে, যা প্রযুক্তি বিকাশ এবং বাস্তব সমস্যার নতুন সমাধান নিয়ে ভাবনার দ্বার উন্মোচন করেছে।”
গবেষক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাপ্রধান বলেন, “জ্ঞানচর্চা এবং গঠনমূলক আলোচনায় আপনারা যেভাবে অংশগ্রহণ করেছেন, তা প্রশংসনীয়। ভবিষ্যতে আপনাদের আবারও স্বাগত জানানোর প্রত্যাশা রাখি। শিক্ষার্থী ও তরুণ গবেষকদের প্রতি আমার আহ্বান—সীমাবদ্ধতা ভেঙে সামনে এগিয়ে যান, কৌতূহলী থাকুন এবং উদ্ভাবনের প্রতি দায়বদ্ধ থাকুন।”
সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রুনেই, মিশর, কানাডা, আয়ারল্যান্ড, জাপান, কাজাখাস্তান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, সিঙ্গাপুর এবং চীনের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশ নেন।
এ সম্মেলনে যন্ত্রকৌশল, অ্যারোনটিক্যাল ও নেভাল ইঞ্জিনিয়ারিং, নবায়নযোগ্য শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অব থিংস, তাপ ও মহাকাশ প্রযুক্তি, রোবোটিক্স, ডিজাইন ও উৎপাদনসহ প্রাসঙ্গিক বিভিন্ন ক্ষেত্রে গবেষণা, প্রবন্ধ উপস্থাপন ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।