সম্প্রতি নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন কণ্ঠশিল্পী নোবেল। সেই মামলার নিষ্পত্তি হয় মামলাকারী নারীর সঙ্গে তার বিয়ের মাধ্যমে। এবার নতুন করে আবারও বিতর্কে জড়ালেন তিনি।
শনিবার (১৯ জুলাই) রাতের দিকে রাজধানীর কল্যাণপুর এলাকায় মদ্যপ অবস্থায় একটি উবার গাড়ির চালককে মারধর করেন নোবেল। এরপর মিরপুর মডেল থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান।
প্রত্যক্ষদর্শী ও থানার সূত্রে জানা গেছে, রাতের বেলায় উবার অ্যাপে একটি প্রাইভেট কার বুক করেন নোবেল। তার সঙ্গে ছিলেন স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যস্থল ছিল হাবুলের পুকুরপাড়। নির্ধারিত জায়গায় পৌঁছেও গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান নোবেল। এ সময় তিনি অপ্রাসঙ্গিক কথা বলেন এবং চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত হয়ে চালক আকবর হোসেনকে শারীরিকভাবে আক্রমণ করেন।
এই ঘটনার ফলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয় এবং নোবেলকে ঘিরে ধরে। পরে পুলিশ এসে নোবেল, উবার চালক ও গাড়িটি থানায় নিয়ে যায়। শনিবার মধ্যরাত পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান জানান, নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে ২০ মে নারী নির্যাতনের অভিযোগে নোবেলকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তার বিয়ে সম্পন্ন হয়। ২৪ জুন জামিন পান তিনি। জামিন শুনানিতে তার স্ত্রী কোনো আপত্তি না করায় আদালত তাকে জামিন মঞ্জুর করেন।