Tuesday, July 22, 2025
spot_imgspot_img
Homeজাতীয়মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’—প্রতিরোধ ও আত্মত্যাগের স্মরণে প্রথমবার রাষ্ট্রীয় আয়োজন

মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে’—প্রতিরোধ ও আত্মত্যাগের স্মরণে প্রথমবার রাষ্ট্রীয় আয়োজন

চব্বিশে জুলাইয়ের গণআন্দোলনে যাত্রাবাড়ী ছিল অন্যতম প্রতিরোধ দুর্গ। বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থী আলেম সমাজের সাহসী ভূমিকা আজও অনুপ্রেরণার বাতিঘর। সেই বীরত্বগাঁথা স্মরণেই প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হতে যাচ্ছেমাদ্রাসা রেজিস্ট্যান্স ডে২০২৫

সোমবার (২১ জুলাই) বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতাল সংলগ্ন রাজপথে এই অনুষ্ঠান আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানে থাকছে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা, ২০১৩, ২০২১ ২০২৪ সালের ছাত্রআন্দোলনের উপর ভিত্তি করে নির্মিত প্রামাণ্য গল্প। পাশাপাশি হামদ, নাত, কবিতা আবৃত্তি নাশিদের মধ্য দিয়ে তুলে ধরা হবে মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ দেশপ্রেমের চিত্র।

দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হবে দুটি তথ্যচিত্র—‘ছত্রিশে জুলাইসাদা জোব্বা, লাল রক্ত এছাড়া মূল আকর্ষণ হিসেবে থাকছেপ্রতিরোধ পুনর্জাগরণবিষয়ক ড্রোন শো, যা বর্তমান প্রজন্মকে প্রতিবাদী চেতনায় উদ্বুদ্ধ করার এক অভিনব উপস্থাপনা।

রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শিক্ষা উপদেষ্টা . সি আর আবরারসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা শিল্পসাহিত্য অঙ্গনের বিশিষ্টজনেরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদদৌলা খান জানান, “মাদ্রাসা শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার আনুষ্ঠানিক স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই আয়োজনকে ঘিরে রাজধানীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments