Monday, July 21, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিউত্তরার বিমান দুর্ঘটনায় জামায়াতের শোক, আহতদের দেখতে হাসপাতালে গেলেন আমির ডা. শফিক

উত্তরার বিমান দুর্ঘটনায় জামায়াতের শোক, আহতদের দেখতে হাসপাতালে গেলেন আমির ডা. শফিক


রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে, দলটির আমির ডা. শফিকুর রহমান সোমবার (২১ জুলাই) বিকেলে আহতদের দেখতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। তিনি সেখানে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সর্বোচ্চ আন্তরিকতা ও সেবা দেওয়ার আহ্বান জানান।

এক শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং সাথে সাথে আগুন ধরে যায়। এতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ অনেক শিক্ষার্থী শাহাদাতবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ঘটনায় বহু শিক্ষার্থী দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন, যা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী ও এলাকাবাসীকে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমি শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন। পাশাপাশি, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments