Monday, July 21, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকখাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, বিশ্রামে ইসরায়েলি প্রধানমন্ত্রী

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, বিশ্রামে ইসরায়েলি প্রধানমন্ত্রী

খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্ত্রের প্রদাহ পানিশূন্যতার লক্ষণ দেখা দেওয়ার পর চিকিৎসা চলছে তার। তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

রয়টার্সএর খবরে বলা হয়, শনিবার (১৯ জুলাই) রাতে ৭৫ বছর বয়সী নেতানিয়াহু হঠাৎ অসুস্থ বোধ করেন। চিকিৎসকেরা পরীক্ষানিরীক্ষা করে তার শরীরে অন্ত্রের প্রদাহ এবং ডিহাইড্রেশন বা পানিশূন্যতা শনাক্ত করেন। তাকে তাৎক্ষণিকভাবে রক্তনালির মাধ্যমে তরল দেওয়া হয়।

রবিবার (২০ জুলাই) ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর এক বিবৃতিতে জানায়, নেতানিয়াহু বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি পরবর্তী তিন দিন বাসায় বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন।

উল্লেখ্য, নেতানিয়াহু আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। ২০২৩ সালে তার দেহে পেসমেকার বসানো হয় এবং একই বছর ডিসেম্বরে মূত্রনালির সংক্রমণ ধরা পড়ায় চিকিৎসকেরা তার প্রোস্টেট অপসারণ করেন।

বর্তমান অবস্থায় খাদ্যে বিষক্রিয়ার ঘটনা ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে কিছুটা উদ্বেগের সৃষ্টি করলেও নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে, তার দাপ্তরিক দায়িত্ব পালনে কোনো বিঘ্ন ঘটবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments