গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির প্রেক্ষাপটে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসনের মিডিয়া সেলে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৮টার পর থেকে গোপালগঞ্জে ১৪৪ ধারা ও কারফিউ আর কার্যকর থাকবে না। তবে পরিস্থিতির সার্বিক মূল্যায়ন চলমান রয়েছে এবং প্রয়োজনে ভবিষ্যতে নতুন নির্দেশনা জারি করা হতে পারে। পাশাপাশি, সহিংসতায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দলটির কর্মীরা। সহিংসতায় একাধিক প্রাণহানি ঘটে এবং বেশ কয়েকজন আহত হন। ওই রাতেই জেলার বিভিন্ন অঞ্চলে কারফিউ জারি করা হয়।
প্রথম দফায় বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ আরোপ করা হয়। এরপর কয়েক দফায় সময়সীমা বাড়ানো ও শিথিলের মাধ্যমে শনিবার পর্যন্ত কারফিউ অব্যাহত ছিল। সর্বশেষ রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর ছিল।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রশাসনের কড়া নজরদারি অব্যাহত রয়েছে। সহিংসতার পুনরাবৃত্তি রোধে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে।