জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেক পরিবারের জন্য ৩০ লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। এর অংশ হিসেবে চলতি ২০২৪–২৫ অর্থবছরে ৭৭২টি শহীদ পরিবারকে ইতোমধ্যে ১০ লাখ টাকা করে মোট ৭৭ কোটি ২০ লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।
তিনি জানান, শহীদ পরিবারের পুনর্বাসন ও সম্মাননার অংশ হিসেবে মাসিক ভাতাও চালু করা হয়েছে। প্রত্যেক শহীদ পরিবার পাবেন ২০ হাজার টাকা করে মাসিক ভাতা। এছাড়া জুলাই যোদ্ধাদের শ্রেণিভেদে এককালীন অনুদান ও ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘ক’ শ্রেণির যোদ্ধারা পাবেন ৫ লাখ টাকা (এর মধ্যে ২ লাখ টাকা প্রদান সম্পন্ন), মাসিক ভাতা ২০ হাজার টাকা।
‘খ’ শ্রেণির যোদ্ধারা এককালীন পাবেন ৩ লাখ টাকা (এর মধ্যে ১ লাখ টাকা প্রদান করা হয়েছে), মাসিক ভাতা ১৫ হাজার টাকা।
‘গ’ শ্রেণির যোদ্ধারা এককালীন ১ লাখ টাকা (সম্পূর্ণ প্রদান সম্পন্ন), মাসিক ভাতা ১০ হাজার টাকা।
উপদেষ্টা আরও জানান, ৫ আগস্ট শহীদ পরিবার ও যোদ্ধাদের গণসংবর্ধনা প্রদান করা হবে। পাশাপাশি, তাদের পুনর্বাসনে সরকার নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। তবে ফ্ল্যাট প্রদান বা সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত কোনো পরিকল্পনা আপাতত নেই।
তিনি বলেন, “জুলাই যোদ্ধা ও শহীদদের অবদান জাতি আজীবন স্মরণ করবে। তাদের মর্যাদা অপরিসীম, কাউকে তাদের সমকক্ষ ভাবা হয় না।”