ঢাকায় যাওয়ার পথে প্রাইভেটকারে উঠে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন শাহজাহান বাদশা (২৮) নামের এক যুবক। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তার এক পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। একটি অপরিচিত প্রাইভেটকারে যাত্রী পরিবহন হচ্ছিল দেখে তিনিও উঠেন। কিন্তু কিছুক্ষণ পরই তিনি চারজন দুর্বৃত্তের হাতে জিম্মি হন।
আসামিরা অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা, চারটি ব্যাংকের কার্ডসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে পিন কোড জেনে গাজীপুরের বিভিন্ন এটিএম বুথ থেকে প্রায় ৬ লাখ টাকা তুলে নেয় তারা। সর্বমোট ৬ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয় ছিনতাইকারীরা।
এক পর্যায়ে তাকে মারধর করে মহাসড়কের মেম্বার বাড়ি এলাকার ন্যাশনাল ফিড মিলের সামনে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ করে বাড়ি ফেরেন।
ঘটনার পর শাহজাহান অন্যের ফোনে নিজের ফেসবুক আইডিতে ঢুকে কান্নাজড়িত কণ্ঠে ভিডিও বার্তা দেন, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তিনি বলেন, “সব শেষ, আমার পরীক্ষা, বিদেশ যাত্রা—সব ছিনিয়ে নিয়েছে ওরা।”
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক জানান, ঘটনাটি জয়দেবপুর থানার আওতাধীন হলেও যেহেতু ভুক্তভোগী শ্রীপুর এলাকা থেকে যাত্রা শুরু করেছিলেন, তাই তারা নিজ উদ্যোগে তদন্ত শুরু করেছেন।