ইউক্রেন–রাশিয়া যুদ্ধ শেষের সম্ভাবনা নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি জানিয়েছেন, কিয়েভ মস্কোর কাছে শান্তি আলোচনার প্রস্তাব পাঠিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকেও আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করা হয়েছে। তবে রাশিয়ার অগ্রাধিকার এখনো ইউক্রেনের ‘লক্ষ্য পূরণ’।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ প্রায় সাড়ে তিন বছর ধরে চলছে। এতে দুই দেশেরই ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইস্তাম্বুলে দুই দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বন্দি বিনিময় বিষয়ে অগ্রগতি হলেও যুদ্ধবিরতি নিয়ে তেমন সাফল্য আসেনি।
সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি জানান, যুদ্ধ থামাতে সব ধরণের কূটনৈতিক উদ্যোগ গ্রহণের প্রয়োজন। রাশিয়াকে সিদ্ধান্তহীনতা পরিহার করে আলোচনায় আসার আহ্বান জানান তিনি। প্রস্তাবটি পাঠিয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং বর্তমান জাতীয় নিরাপত্তা কাউন্সিল প্রধান রুস্তম উমেরভ, যিনি পূর্ববর্তী আলোচনাতেও নেতৃত্ব দিয়েছিলেন।
এদিকে ট্রাম্প পুতিনকে ৫০ দিনের সময়সীমা দিয়েছেন যুদ্ধ থামাতে। তা না হলে মস্কোর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দেওয়া হয়েছে। এর আগে থেকেই রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নানা নিষেধাজ্ঞা রয়েছে।
এই পরিস্থিতিতে ইউক্রেনের শান্তি প্রস্তাব যুদ্ধশেষের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও বাস্তবে তা কতটা ফলপ্রসূ হবে, তা নির্ভর করছে দুই দেশের কূটনৈতিক সদিচ্ছার ওপর।