Monday, July 21, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিবিএনপি নেতার ছত্রছায়ায় সীতাকুণ্ডে আওয়ামী ব্যবসা-বাণিজ্যের রমরমা

বিএনপি নেতার ছত্রছায়ায় সীতাকুণ্ডে আওয়ামী ব্যবসা-বাণিজ্যের রমরমা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী আশপাশের এলাকায় বিএনপি আওয়ামী লীগ নেতাদের অদ্ভুত আঁতাত এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বিএনপির ভাটিয়ারী ইউনিয়নের দীর্ঘদিনের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আনোয়ারের ছত্রছায়ায় আওয়ামী লীগের একাধিক নেতা বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।

জানা গেছে, ভাটিয়ারীতে অবস্থিত পোর্ট লিংক কন্টেইনার ডিপু, ফৌজদারহাট লাল ব্যাগ এলাকার শিপ ব্রেকিং ইয়ার্ডে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ব্যবসায়িক অংশীদার নুরুল আনোয়ার। অথচ আওয়ামী শাসনামলে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, এমনকি দলীয় কোনো আন্দোলনেও দেখা যায়নি তাকে। দলের ভেতর থেকেই অনেকে তার নিষ্ক্রিয়তা আওয়ামী সংশ্লিষ্টতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এছাড়াও, এন বি স্টিল নামে এক শিল্পপতির পক্ষ নিয়ে বাঁশবাড়িয়া বাড়বকুণ্ড ইউনিয়নের শত একর কৃষিজমি দখল করে বালু দিয়ে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। স্থানীয় বিএনপি নেতারা জানান, এই শিল্পপতির প্রকৃত মালিকানাধীন জমির পরিমাণ মাত্র ২০২৫ একর, বাকি জমি সাইনবোর্ড লাগিয়ে কৌশলে দখল করা হয়েছে।

বাঁশবাড়িয়া ইউনিয়নের একটি মসজিদের জমিও দখলের শিকার হয়েছে। রাতের আঁধারে শত শত ট্রাকে বালু এনে জমি ভরাট করা হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানিয়েছেন, আইনের ব্যত্যয় হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments