রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর স্পষ্ট করে জানায়, “দুর্ঘটনাকবলিত বিমানটি প্রশিক্ষণ বিমান নয়। এটি ছিল একটি যুদ্ধে ব্যবহারের উপযোগী এফটি–৭ বিজিআই যুদ্ধবিমান, যা একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল।”
ঘটনার বিবরণে জানানো হয়, গতকাল (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলা বিমানঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়ন করে যুদ্ধবিমানটি। উড্ডয়নের ১২ মিনিট পর, দুপুর ১টা ১৮ মিনিটে বিমানটি উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আইএসপিআর জানায়, বিধ্বস্ত হওয়ার পরপরই ভবনে আগুন ধরে যায়।
চীনের তৈরি এফটি–৭ বিজিআই মডেলের এই যুদ্ধবিমানটি মূলত প্রশিক্ষণ কার্যক্রমেও ব্যবহৃত হয়ে থাকে, তবে এটি সম্পূর্ণভাবে একটি যুদ্ধবিমান—যা সাধারণ প্রশিক্ষণ বিমানের চেয়ে অনেক বেশি ক্ষমতাসম্পন্ন।
দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানের পাইলটসহ ২৭ জন নিহত এবং অন্তত ৭৮ জন শিক্ষার্থী ও স্কুলকর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আইএসপিআর গণমাধ্যমকে দায়িত্বশীল ও নির্ভুল তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে, যেন জনমনে বিভ্রান্তি না ছড়ায় এবং আহতদের পরিবারের প্রতি যথাযথ সম্মান বজায় থাকে।