Tuesday, July 22, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিচট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে শিবিরের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল


চট্টগ্রামে ছাত্রশিবিরের হামলার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এই মিছিল চকবাজার কাতালগঞ্জ বৌদ্ধমন্দির এলাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম কলেজ অতিক্রম করে গণি বেকারির সামনে গিয়ে শেষ হয়।

ছাত্রদলের নেতারা জানান, সোমবার রাতে মহসিন কলেজ ছাত্রদলের নেতারা কলেজ ছাত্রলীগের নেতা মিজানের অনুসারী আরিফকে পুলিশের কাছে সোপর্দ করেন। তাদের অভিযোগ, আরিফ বর্তমান ফ্যাসিবাদী সরকারের পৃষ্ঠপোষকতায় একাধিকবার ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালায় এবং এক পর্যায়ে মহসিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমকে গুরুতর আহত করে।

তারা আরও জানান, ওই রাতেই আনুমানিক ১০টায় ছাত্রশিবিরের একটি দল থানায় হামলা চালিয়ে আরিফকে ছিনিয়ে নেয় এবং ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হঠাৎ করে হামলা চালায়। এসময় স্থানীয় ছাত্রদল কর্মীরা এগিয়ে এলে শিবির, পুলিশের সহায়তায় আগ্নেয়াস্ত্রসহ হামলায় অংশ নেয়। এতে ১২ জন আহত হন, যাদের মধ্যে ২ জন গুলিবিদ্ধ হন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চকবাজার থানা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন আলু, সদস্য সচিব ইমরান লিটন এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সারফারাস সিজ্জি নূরী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments