Tuesday, July 22, 2025
spot_imgspot_img
Homeদেশের খবরজামালপুরে বিদ্যালয়ের ৬তলা ভবন থেকে ঝাঁপ! গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী

জামালপুরে বিদ্যালয়ের ৬তলা ভবন থেকে ঝাঁপ! গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী


জামালপুরের বকশীগঞ্জে একটি বিদ্যালয়ের ছয়তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আহত হয়েছে সাথিয়া জান্নাত আলো (১৩) নামে এক স্কুলছাত্রী। সোমবার (২১ জুলাই) বিকেল ৩টার দিকে বকশীগঞ্জের সরকারি উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আহত সাথিয়া বকশীগঞ্জ পৌর এলাকার জেলখানা রোডের বাসিন্দা বাবু মিয়ার মেয়ে এবং ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেলে হঠাৎ করে সাথিয়া বিদ্যালয়ের ছয়তলা ভবনের উপর থেকে নিচে লাফ দেয়। তার সহপাঠীরা চিৎকার করলে দ্রুত শিক্ষক-শিক্ষার্থীরা এসে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার চিকিৎসক তাকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় ঢাকার পঙ্গু হাসপাতালে।

তবে কী কারণে এই সপ্তম শ্রেণির ছাত্রী এমন বিপজ্জনক সিদ্ধান্ত নিলো, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ওসি খন্দকার শাকের আহমেদ জানান, “একজন শিক্ষার্থী ছয়তলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments