রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টায় রাজশাহীর সপুরা কবরস্থানে দাফন করা হবে। এর আগে রাজশাহীর উপশহর ইদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই তৌকিরের জন্য কবর প্রস্তুতের কাজ চলছিল। সকাল ১০টার দিকে রাজশাহী নগরীর উপশহর এলাকার সপুরা গোরস্থানের মসজিদের পাশে তার কবর খোঁড়া শুরু হয়।
তৌকিরের মামা জানান, ঢাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়। এরপর দুপুর ১টার দিকে বিমান বাহিনীর ব্যবস্থাপনায় মরদেহ আকাশ পথে রাজশাহী নেওয়া হবে। সেখান থেকে মরদেহ সাময়িকভাবে নগরীর উপশহরের ভাড়া বাসায় রাখা হবে যাতে আত্মীয়স্বজন তাকে শেষবারের মতো দেখতে পারেন। এরপর সপুরা কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
এর আগে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তৌকির ইসলাম মৃত্যুবরণ করেন। বিষয়টি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) নিশ্চিত করেছে।
উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় শতাধিক মানুষ হতাহত হন, যাদের মধ্যে অধিকাংশই শিশু। এই মর্মান্তিক ঘটনার পর মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।