Tuesday, July 22, 2025
spot_imgspot_img
Homeজাতীয়স্কুল-কলেজের ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক নেতাদের জায়গায় আসছেন সরকারি কর্মকর্তারা

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক নেতাদের জায়গায় আসছেন সরকারি কর্মকর্তারা


দেশের বেসরকারি স্কুল ও কলেজগুলোর ম্যানেজিং কমিটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বাদ দিয়ে সেখানে সরকারি কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে খুব শিগগিরই একটি পরিপত্র জারি করা হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৮টি প্রস্তাব দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে সহজে বাস্তবায়নযোগ্য আটটি প্রস্তাব চিহ্নিত করা হয়েছে। এসবের মধ্যে অন্যতম হলো—স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি গঠনের নীতিমালা সংশোধন।

সংস্কার কমিশনের মতে, রাজনৈতিক ব্যক্তিদের যুক্ত থাকার কারণে ম্যানেজিং কমিটির কার্যক্রমে নানা জটিলতা ও সমস্যার সৃষ্টি হয়। এজন্য তারা প্রস্তাব দিয়েছে, রাজনৈতিক নেতাদের পরিবর্তে সরকারি কর্মকর্তাদের নিয়ে এসব কমিটি গঠন করা হোক।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সংশ্লিষ্ট বিভাগটির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ম্যানেজিং কমিটি গঠনের নতুন নীতিমালা আগামী ২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে। এই প্রস্তাবটি শিগগির সচিব কমিটির বৈঠকে উত্থাপন করা হবে।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত ছয়টি সংস্কার কমিশনের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রশাসনিক ক্ষেত্রে দ্রুত বাস্তবায়নযোগ্য কিছু প্রস্তাব দিয়েছে। মোট ১২১টি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে, যার মধ্যে নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন, পুলিশ এবং জনপ্রশাসন—এই পাঁচটি কমিশনের ৮টি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তৃতীয় নম্বর প্রস্তাবে বলা হয়েছে—স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি গঠনে সরকারি কর্মকর্তাদের যুক্ত করা হবে। এজন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সংশোধিত নীতিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাবে। ভেটিং শেষে তা চূড়ান্ত করে জারি করা হবে। নীতিমালা জারির এক মাসের মধ্যে দেশের সব কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে নতুন করে ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন করতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments