জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে সুশৃঙ্খল ও স্থিতিশীল করতে হলে একটি কার্যকর ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরের শুরুতেই সেই নির্বাচনের আয়োজন হবে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলা জামায়াত আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা আর অতীতের বস্তাপচা ধারার নির্বাচন চাই না। এমন নির্বাচন আমরা কখনোই মেনে নেব না। দরকার স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আস্থাবান নির্বাচন।”
তিনি বলেন, “জামায়াত কখনোই অপরিপক্ব নির্বাচন চায় না। আমরা এমন ভোট চাই যা গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে।”
দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থার সমালোচনা করে জামায়াতের আমির বলেন, “চারিত্রিক মূল্যবোধের অভাব এবং দুর্নীতি—বিশেষ করে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির কারণে দেশ কাঙ্ক্ষিত অগ্রগতির পথে এগোতে পারছে না।”
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, “জামায়াত জনগণের দুর্ভোগ লাঘব করতেই স্থানীয় নির্বাচন নিয়ে কথা বলেছে। এর পেছনে আমাদের কোনো সংকীর্ণ দলীয় উদ্দেশ্য নেই।”
শফিকুর রহমান আরও বলেন, “আমরা একটি মানবিক, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে প্রস্তুত রয়েছি। সে লক্ষ্যে দেশবাসীর সহযোগিতা প্রয়োজন।”
সমাবেশে কেন্দ্রীয় জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও সিলেট জেলা, মহানগর এবং উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।