Wednesday, July 23, 2025
spot_imgspot_img
Homeজাতীয়আ.লীগের সঙ্গে গাঁটছড়া নয়, ঐক্য চাই ফ্যাসিবাদের বিরুদ্ধে: হাসনাত আবদুল্লাহ

আ.লীগের সঙ্গে গাঁটছড়া নয়, ঐক্য চাই ফ্যাসিবাদের বিরুদ্ধে: হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সখ্যতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না— এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আপনি বিএনপি করতে পারেন, জামায়াত করতে পারেন— এতে আমাদের আপত্তি নেই। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক করে চললে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আমরা দেখেছি, যখন পুরো ঢাকা পুড়ছিল, তখন আওয়ামী লীগের লোকেরা সেখানে গিয়ে আলু পোড়া খাচ্ছিল।”

হাসনাত আরও বলেন, “আমরা সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলকে আহ্বান জানাই— আসুন, ঐক্যবদ্ধ হই। কুমিল্লায় বিএনপি-জামায়াত— সবাইকে নির্যাতনের শিকার হতে হয়েছে। কুমিল্লার এবং বাংলাদেশের স্বার্থে আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। পরবর্তী বাংলাদেশ গঠনের জন্য একতা অপরিহার্য।”

তিনি আওয়ামী লীগের অহংকার ও দম্ভের সমালোচনা করে বলেন, “অহংকারই মানুষকে শেষ করে দেয়— আমরা তা হাসিনার পতনে দেখেছি, কুমিল্লার বাহার আর সূচনাকে সরিয়ে দেওয়াতেও দেখেছি। এক সময় হাসিনা বলেছিলেন, কুমিল্লা নামের আগে ‘কু’ আছে বলে এই নামেই বিভাগ হবে না। কিন্তু আমরা প্রমাণ করেছি, কুমিল্লা নামেই বিভাগ হবে।”

কুমিল্লার উন্নয়ন নিয়ে তিনি বলেন, “এই জেলাকে রাষ্ট্রীয়ভাবে অবহেলা করা হয়েছে। কুমিল্লার মানুষ নিজেরাই বিদেশে গিয়ে কাজ করে, নিজেদের চেষ্টায় চাকরি পায়। অবকাঠামো গড়ে উঠেছে ব্যক্তিগত বিনিয়োগে— রাষ্ট্র কোনো সাহায্য করেনি। বরং কুমিল্লার নামে কিছু বিনিয়োগ হয়েছে শুধু একটি বিশেষ রাজনৈতিক দলের পকেট ভারি করতে।
উদাহরণ হিসেবে কুমিল্লার ফ্লাইওভারের কথা বলব— এত বিপুল অর্থ খরচ করেও এটি কোনো কার্যকর সমাধান আনতে পারেনি, আগের মতোই যানজট রয়ে গেছে।”

তিনি বলেন, “বাংলাদেশে যে ধরনের বৈষম্য কুমিল্লার সঙ্গে করা হয়েছে, তা আর কোনো জেলার সঙ্গে হয়নি। এটি একটি ক্লাসিক উদাহরণ।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments