Wednesday, July 23, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকউত্তরার বিমান দুর্ঘটনায় পাকিস্তানি তারকাদেরও শোকপ্রকাশ, বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

উত্তরার বিমান দুর্ঘটনায় পাকিস্তানি তারকাদেরও শোকপ্রকাশ, বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় স্তব্ধ পুরো জাতি। এ মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, আহত হয়েছেন অন্তত ১৬৫ জন। শিক্ষার্থীদের ব্যস্ত সময় দুপুর ১টার কিছু পরেই ঘটে এই দুর্ঘটনা, যা সারাদেশে শোকের আবহ আরও গভীর করে তোলে।

শোক শুধু দেশের সীমায় আটকে থাকেনি; বিদেশ থেকেও আসছে সমবেদনার বার্তা। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন— “এফ-সেভেন বিমান দুর্ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য আমাদের গভীর সমবেদনা ও প্রার্থনা। আল্লাহ নিহতদের জান্নাত দান করুন।”

তিনি বাংলাদেশি পতাকার ইমোজি ও একটি হৃদয়ের প্রতীকও যোগ করেন, যা তার অনুভূতির গভীরতাকে নীরবে প্রকাশ করে।

ইয়ুমনার মতো আরও বেশ কয়েকজন পাকিস্তানি শিল্পী দুর্ঘটনার খবরে শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেছেন, শিশুদের প্রাণহানির খবর মনটাকে ভারী করে তোলে। এ ধরনের ঘটনা তাদের হৃদয়কেও কাঁদিয়েছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-সেভেন) উত্তরার মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভবনে আগুন ধরে যায়, যেখানে তখন অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং এখনও ধ্বংসস্তূপে অনুসন্ধান চালানো হচ্ছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দেশি ও বিদেশি তারকাদের শোকবার্তাগুলো প্রমাণ করে— এই হৃদয়বিদারক ঘটনা সীমান্ত পেরিয়ে ছুঁয়ে গেছে অনেককে। এখন সবার একটাই কামনা—আর যেন কোনো প্রাণ না ঝরে, আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments