Wednesday, July 23, 2025
spot_imgspot_img
Homeজাতীয়উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত ২৯, আহত ৬৯; ডিএনএ পরীক্ষায় নিখোঁজদের শনাক্তে উদ্যোগ

উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত ২৯, আহত ৬৯; ডিএনএ পরীক্ষায় নিখোঁজদের শনাক্তে উদ্যোগ


রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবারের বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আহত ৬৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুর ১টা পর্যন্ত এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আপডেট দেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১১ জন এবং ঢাকা সিএমএইচে ১৫ জন মারা গেছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ, ইউনাইটেড হাসপাতাল এবং লুবানা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে একজন করে প্রাণ হারিয়েছেন।

বার্ন ইনস্টিটিউটে নিহতদের মধ্যে রয়েছে: তানভীর (১৪), আদনান ফাইয়াজ (১৪), মেহরিন (৪৬), বাপ্পি (৯), মাসুকা (৩৭), এবি শামীম (১৪), শায়ান ইউসুফ (১৪), এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩) ও নাফি (৯)। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিএমএইচে মৃত ১৫ জনের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে: রজনী ইসলাম (৩৭), সারিয়া আক্তার (১৩), নুসরাত জাহান আনিকা (১০), সামিউল করিম (৯), ফাতেমা আক্তার (৯), মেহেনাজ আফরিন হুমায়রা (৯), সাদ সালাউদ্দিন (৯), সায়মা আক্তার (৯) এবং ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম।

বাকি ৬ জনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। এদের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডির ল্যাবে প্রফাইলিংয়ের জন্য পাঠানো হয়েছে। নিখোঁজদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দিতে মালিবাগ সিআইডি অফিসে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ৯ বছর বয়সী জুনায়েতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ এবং ১১ বছর বয়সী উমায়ের নূর আসফিকের মরদেহ ইউনাইটেড হাসপাতাল থেকে হস্তান্তর করা হয়েছে। লুবানা হাসপাতালে আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments