ঢাকার ডেমরায় চুরির অভিযোগে জনতার মারধরে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. কাকন মিয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানেই তিনি মারা যান।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক একটি নির্মাণাধীন ভবনে মোবাইল চুরির উদ্দেশ্যে ঢুকেছিলেন। এ সময় তিনি ধরা পড়ে যান এবং স্থানীয়দের মারধরের শিকার হন।
এসআই আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার নাম ও ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।