উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তা করতে ঢাকায় এসেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক। তিনি মঙ্গলবার (২২ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তাকে অভ্যর্থনা জানান।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিতে ডা. চোং সি জ্যাক এই সফরে এসেছেন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তার উপস্থিতিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আজ (বুধবার) আরও তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসছেন। তারা হলেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান এবং লিম ইউ হান জোভান।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানিয়েছেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি সমঝোতা স্মারক (MOU) রয়েছে। বিমান দুর্ঘটনার পর সেই চুক্তির আওতায় সিঙ্গাপুরে কেস রিপোর্ট পাঠানো হলে চিকিৎসক দল পাঠানোর সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনি বলেন, সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে দগ্ধদের অবস্থা মূল্যায়ন করবেন। প্রয়োজনে কারো বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।